জেনে নিনঃ কেমন করে বুঝবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট কিনা?

22
4254

লেখক: মুহাম্মাদ ইবনে হাবিব

কেমন করে বুঝবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট কিনা?

কারো সম্পদ বৃদ্ধি পাওয়া, কারো সন্তানদের অধিক সাফল্য যেমন ভাল জায়গায় পড়ালেখা করা, উন্নত বেতনের চাকরী পাওয়া, কারো ব্যবসায় উন্নতি হওয়া প্রভৃতি ইত্যকার বিষয় দেখে আমরা অনেকেই মন্তব্য করি, নিশ্চয়ই আল্লাহ তার প্রতি সন্তুষ্ট! নতুবা আমি এত নামাজ পড়েও সাফল্য পাই না আর সে কিনা মাঝে মাঝে নামাজ পড়েই এত এত সাফল্য পাচ্ছে। আচ্ছা তাই যদি হয় তাহলে একটু ভাবুন তো, চেয়ে দেখুন আল্লাহতে অবিশ্বাসীরা তো আরো বেশী পার্থিব সাফল্যে ভরপুর যেমন: ব্যবসায় অনেক অর্থকরি উপর্জন করছে, উন্নত বেতনের চাকরী করছে। আল্লাহতে অবিশ্বাসীরা উন্নত টেকনলজি ব্যবহার করছে—– আমাদের চেয়ে তারা ভাল অবস্থা সম্পন্ন তাহলে কি তাদের উপরও আল্লাহ তাআলা সন্তুষ্ট?!! আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট এটা বুঝার মাপকাঠি কি এগুলো? নাকি অন্যকিছু? আপনি কি করে বুঝবেন? সেই বিষয়েই কিছুটা আলোকপাত করব, ইনশাল্লাহ বিষয়টি আমাদের বোধগম্য হবে।

আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট কিনা তা বুঝার কতগুলো চিহ্ন বা উপায় রয়েছে। এই চিহ্ন বা উপায়গুলো আল্লাহ তাআলা কুরআনে বলে দিয়েছেন। উদাহরণ স্বরুপ, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন তাকে তিনি আরো অধিক ইবাদত করার উপায় খুলে দেন আর তার অন্তরে তিনি ভয় দান করেন যার ফলে সে হারাম তথা নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখে, সেই ব্যক্তি তার সামনে সুযোগ থাকা সত্ত্বেও হারাম তথা নিষিদ্ধ কাজে লিপ্ত হন না। আল্লাহ তাআলা বলেন: “যারা সৎপথে চলবে, আল্লাহ তাআলা তাদের এ (সৎপথে) চলা আরো বাড়িয়ে দেন এবং তাদের (অন্তরে) তিনি তাঁর ভয় দান করেন।” [সূরা মুহাম্মদঃ ১৭]

যারা আমারই পথে প্রাণপণে চেষ্টা করে, আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি” (আমার পথে – ইসলামের দিকে, তাওহীদের দিকে) [সূরা আনকাবূতঃ ৬৯]

আর যারা ভালো কাজ থেকে বিরত থাকে আর হারাম কাজে লিপ্ত হয় তাহলে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই এমন অবস্থা থেকে কারণ আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট। আল্লাহ তাআলা তাঁর বই কুরআনে আরো বলেছেন, যখন তিনি কারো প্রতি সন্তুষ্ট হন তখন তিনি তার হৃদয়কে খুলে দেন ইসলামকে বুঝার জন্যে, ইসলামের পথে চলার জন্যে আর যার প্রতি তিনি অসন্তুষ্ট তিনি তার হৃদয়ে বক্রতা তৈরী করে দেন যার ফলে সে ইসলামের বিপরীত পথে চলা শুরু করে, ইসলাম থেকে তার দূরত্ব দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে।

আল্লাহ তাআলা বলেনঃ “আল্লাহ তাআলা কাউকে সৎপথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয়কে ইসলামের জন্যে খুলে দেন, (আবার) যাকে তিনি বিপথগামী করতে চান তার হৃদয়কে অতিশয় সংকীর্ণ করে দেন, (তার পক্ষে ইসলামের অনুসরণ করা এমন কঠিন হয়) যেন কোন একজন ব্যক্তি আকাশে চড়তে চাইছে, আর যারা (আল্লাহর উপর) বিশ্বাস করে না, আল্লাহ তাআলা এভাবেই তাদের উপর নাপাকী ছেয়ে দেন।” [সূরা আনআমঃ ১২৫]

ইবনে আব্বাস (রা:) “আল্লাহ তাআলা কাউকে সৎপথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয়কে ইসলামের জন্যে খুলে দেন” – এই আয়াত সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির হৃদয়কে খুলে দেন, যার ফলে সে তাওহীদে দৃঢ় বিশ্বাসী হয়। (তাফসীর ইবনে কাসীর) রাসূল ﷺ বলেছেনঃ “যখন আল্লাহ তাআলা কোন বান্দাহ’র ভালো চান তখন তিনি তার জন্যে ইসলামকে বুঝা সহজ করে দেন।” [সহীহ বুখারী:৭১, সহীহ মুসলিমঃ ১০৩৭]

আমাদের নিয়ত যদি সহীহ হয়, আমরা যদি সত্যিই সৎপথে চলতে চাই তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্যে ইসলামের পথে চলাকে সহজ করে দিবেন, ইসলামে বুঝা সহজ করে দিবেন। আমরা আরো বেশী বেশী ভালো কাজ করতে পারব। একটু ভেবে দেখুন, আপনি যখন নামায আদায় করছেন আপনি কি ভেবে দেখেছেন আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালবাসছেন কারণ অনেক মানুষ সামর্থ থাকা সত্ত্বেও নামাজ পড়ছে না, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে আপনাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। কারণ যারা নামাজ পড়বে না তাদের তো চিরদিন জাহান্নামে থাকতে হবে! কাজেই পার্থিব সাফল্য আল্লাহর সন্তুষ্টির কারণ নয় আল্লাহ সন্তুষ্টি তো সেখানেই যখন আমরা আরো বেশী ইসলামের পথে নিজেদের পরিচালিত করব, আরো অধিক আল্লাহর আনুগত্য করব যেমন ‘আমাদের পরবর্তী দিনটি যেন পূর্ববর্তী দিনটির চেয়ে আরো অধিক আল্লাহর আনুগত্যে ভরপুর থাকে।’

হে আল্লাহ! আমাদের হৃদয়কে ইসলামের জন্য খুলে দাও, আমরা যেন আরো অধিকহারে সর্বক্ষেত্রে তোমার আনুগত্য করতে পারি। আমাদের তুমি সত্য পথ চোখের সামনে উদ্ভাসিত হওয়ার পরও তা থেকে বিরত থাকা থেকে হিফাজত কর। আমাদেরকে সত্য পথে অবিচল রাখ যে পর্যন্ত না আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করি।

আমীন!!

Print Friendly, PDF & Email
Banner Ad


'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে
আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্‌র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

দ্বীনী খিদমায় অংশ নিন

22 COMMENTS

  1. বিসমিল্লাহির রাহমানির রাহিম । হে আল্লাহ তুমি আমাকে এবং লেখক সহ সকল ঈমানদার নারী ও পুরুষকে তোমার সন্তষ্ঠি অর্জন করার তৌফিক দান কর ,হে আল্লাহ আমাকে মাফ কর,আমার পিতা মাতাকে মাফ কর, এবং আমার স্তী ছেলে মেয়েদের মাফ কর, আমার সকল আত্বীয় স্বজন ও লেখক সহ এবং জীবিত মৃত সকল ঈমানদার নর নারীকে মাফ কর, ইয়া আরহামার রাহিমিন,ইয়া যালযালালি ওয়াল ইকরাম,সুবহানা রব্বিকা রব্বিয়াল ইজ্জাতে আম্মা ইয়াছ্ ছিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদু লিল্লাহি রব্বিল আ’লআমিন,আমিন।

  2. আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট কিনা-তা আমরা অন্য ভাবেও বুঝতে পারি;যেমন,আমরা যখন বেশি বেশি আল্লাহ’তাআলাকে স্মরন করি এবং ভালো কাজ করি তখন আমাদের মন প্রফুল্ল থাকে,সব কিছু আমাদের ভালো লাগে অর্থাৎ মন ভালো থাকে।মন ভালো থাকলে আমাদের শরীরও ভালো থাকবে একথা যেমন একশত ভাগ সত্য।তাই শরীর ভালো থাকলে তার মত সুখি এই পৃথিবীতে আছে কে- কেন না মনের সুখই প্রকৃত সুখ নিঃসন্দেহে বলা যায়।

  3. আর বিস্মিত হয়ো না তাদের ধন সম্পদ ও সন্তান-সন্তুতির দরুন। আল্লাহ তো এই চান যে, এ সবের কারণে তাদেরকে আযাবের ভেতরে রাখবেন দুনিয়ায় এবং তাদের প্রাণ নির্গত হওয়া পর্যন্ত যেন তারা কাফেরই থাকে। (At-Tawba: 85)

    কাফেররা যেন মনে না করে যে আমি যে, অবকাশ দান করি, তা তাদের পক্ষে কল্যাণকর। আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করতে পারে। বস্তুতঃ তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি। (Aal-i-Imraan: 178)

  4. আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট কিনা-তা আমরা অন্য ভাবেও বুঝতে পারি;যেমন,আমরা যখন বেশি বেশি আল্লাহ’তাআলাকে স্মরন করি এবং ভালো কাজ করি তখন আমাদের মন প্রফুল্ল থাকে,সব কিছু আমাদের ভালো লাগে অর্থাৎ মন ভালো থাকে।মন ভালো থাকলে আমাদের শরীরও ভালো থাকবে একথা যেমন একশত ভাগ সত্য।তাই শরীর ভালো থাকলে তার মত সুখি এই পৃথিবীতে আছে কে- কেন না মনের সুখই প্রকৃত সুখ নিঃসন্দেহে বলা যায়।

  5. hai ALLAH apni amader shokoler upor chirodiner jonno raji ar khushi hoye jan jerokom raji ar khushi apni SAHABA rodiallahuanhum er upor hoyesen

  6. আমার তো মনে হয় আল্লাহতাআলার  মতিগতি বোঝা আমাদের সাধ্যের বাইরে…তিনি এক এক জন কে একেক ভাবে পরীক্ষা করেন।

  7. এসব ভণ্ডামি বাদ দিয়ে নিজের মনকে নিজেই নিয়ন্ত্রণ করুন নিজের ভাগ্য নিজে গড়ুন। যার অস্তিত্ব আপনি প্রমাণ করতে পারবেন না তার পেছনে না ছুটে মানব সভ্যতার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিন।

  8. why is that brother!! if u see like this- which country is the richest country in the world?which one is the richest city? All is Muslim country, isn’t it.in soudi Arabia, the king got 65 palace! isn’t he Muslim.we got billion billion Muslim people in the world.everyone is fighting with middle east.because they got oil and they are rich.so everyone wants those country.so this is not true Islam won’t allow you to become a rich man.imagine in Bangladesh how many rich people we have got and most of the people are religious.in here also they did not saying Muslim people can’t be rich.may be u didn’t get what they are trying to say.

আপনার মন্তব্য লিখুন