ইসলামের প্রতি যতই আঘাত আসুক, কিছুই হবে না!

0
1548

ইসলামের প্রতি চারিদিক থেকে আজ আঘাত আসছে। যারা আঘাত করছেন তাদের ধারণা এতে ইসলাম দূর্বল হয়ে যাবে, মুসলমানরা তাদের ধর্ম ত্যাগ করে দিবে অথবা নিশ্চিহ্ন হয়ে যাবেন। আর এ জন্যে দেশে দেশে ব্যয় করা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। থিঙ্ক ট্যাংকগুলো দিন রাত কাজ করে যাচ্ছেন এজন্যে।

কিন্তু এতো আঘাত পাওয়ার পরও কি সেই ফলাফল পাওয়া যাচ্ছে? ইসলামকে মুখ থুবড়ে পড়ছে? মুসলমানরা কি দূর্বল হয়ে পড়ছেন? অমুসলমানরা কি ইসলামকে খুব ঘৃণা করছেন?

হ্যা, লাভ তো কিছু হচ্ছেই। কিছু লোক ইসলামের প্রতি হয়ত বিরূপ ধারণা পোষন করছেন। কিন্তু এই আঘাতের কারণে মুসলমানদের ঈমান আরো মজবুত হচ্ছে। অমুসলমানরা ইসলামের প্রতি বেশী আকৃষ্ট হচ্ছে। 

বৃটেনের সোয়ান্সী বিশ্ববিদ্যালয় ইসলামের প্রতি আঘাত ও প্রতিঘাতের ওপর একটা ব্যাপক গবেষনা চালিয়েছে ২০১০ সালে। সেখানে দেখিয়েছে যে, নাইন ইলেভেন পর বৃটেনেই প্রায় এক লক্ষ লোক ইসলাম গ্রহন করেছে। এদের মধ্যে যুবক-যুবতী ও বিশ্ববিদ্যালয় শিক্ষিতরাই বেশী। এই রিপোর্ট আরো অনেক মূল্যবান তথ্য বের করেছে। রিপোর্টটি এখানে পড়ুনঃ  Click this link… 

এটা পড়ে আমার মনে হয়েছে- ইসলাম এমন একটা সুগন্ধীর আধার যেখানে আঘাত করলেই এই সুগন্ধ চারদিকে বেশী করে ছড়িয়ে পড়ে। আঘাত না পেলে এই সুগন্ধ আটকে থাকে।

Print Friendly, PDF & Email
Banner Ad


'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে
আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্‌র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

দ্বীনী খিদমায় অংশ নিন

আপনার মন্তব্য লিখুন