লেখকঃ মুহাম্মাদ নাসীল শাহরুখ
কথাটি সালিহ আলাইহিস সালাম সামূদ জাতির উদ্দেশ্যে বলেছিলেন – যা আল কুরআনে সূরা আরাফের ৭৯ নম্বর আয়াতে উদ্ধৃত হয়েছে। নসীহত অর্থ সহজ ভাষায় সদুপদেশ। পরস্পরকে নসীহত করা, সৎ কাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ করা দ্বীন ইসলামের একটি অন্যতম শিক্ষা ও মূলনীতি।
নসীহত করলে অনেকেই রেগে যান। অনেক সময় ইসলামের প্রতি মানুষকে আহ্বানকারী দাঈদের মাঝেও এই দুর্বলতা দেখা যায়। নসীহতের জবাবে তারা নসীহতকারীকে তিরস্কার করেন, নসীহতকারীর বক্তব্য খণ্ডন করতে উঠে-পড়ে লেগে যান, বরং কখনও পাল্টা নসীহতকারীর অপরাধের লিস্ট তৈরী করতে সক্রিয় হয়ে ওঠেন! বাস্তবতা এই যে মানুষ তার প্রশংসাকারীকে ভালবাসে, নসীহতকারীকে অপছন্দ করে। প্রশংসাকারী যদি কোন খারাপ গুণেরও প্রশংসা করে, সে সাধুবাদ পায়। নসীহতকারী যদি সত্যিই যা দোষ – সেটার দিকেই দৃষ্টি আকর্ষণ করে, তা সত্ত্বেও সে নিন্দিত হয়।
মুসলিমদের উচিৎ এই দৃষ্টিভঙ্গীতে পরিবর্তন আনা। নসীহতকারীরা আমাদের প্রকৃত বন্ধু। তারা আমাদেরকে সংশোধন করার মাধ্যমে আল্লাহ তাআলার শাস্তি থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার পথ করে দিচ্ছেন। নসীহতকারীকে শুকরিয়া জানানো উচিৎ, ধিক্বার নয়। নসীহতকারীদেরকে অপছন্দ করা নবী-রাসূলদের বিরোধিতাকারী অবিশ্বাসীদের বৈশিষ্ট্য। সেই সাথে নসীহত করতে হবে আদবের সাথে, নম্রতার সাথে, জ্ঞান ও প্রজ্ঞার সাথে। একদিকে যেমন নসীহতকে স্বাগত জানানোর লোকের অভাব, অপরদিকে সঠিকভাবে নসীহত করতে জানা লোকের সংখ্যাও নিতান্তই কম।
আমাদের দরকার নসীহতের পথ ও পদ্ধতি সম্পর্কে সঠিক জ্ঞান এবং নসীহতকারীর প্রতি উদার মনোভাব।
'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]
(সেই সাথে নসীহত করতে হবে আদবের সাথে, নম্রতার সাথে, জ্ঞান ও প্রজ্ঞার সাথে। একদিকে যেমন নসীহতকে স্বাগত জানানোর লোকের অভাব, অপরদিকে সঠিকভাবে নসীহত করতে জানা লোকের সংখ্যাও নিতান্তই কম।) কথাটা খুব ভালো বলেছেন……!!!
ধন্যবাদ,,,
আল্লাহ আপনাদের মঙ্গল করুক