লেখকঃ মুহাম্মাদ নাসীল শাহরুখ
ডিসেম্বর মাসে একটি বড় দোকানে ক্রিসমাস ট্রি সাজানো। দোকানটি একজন মুসলিম ব্যক্তির মালিকানাধীন, তিনি ইসলামী চিন্তাধারার অধিকারী হিসেবে পরিচিত এবং বিভিন্ন ইসলামী কাজের পৃষ্ঠপোষক। অবিশ্বাসীদের ধর্মীয় উৎসবের কোন চিহ্ন ধারণ করা ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক একটি বিষয়। এটি ইসলামের মৌলিক শিক্ষার একটি মূলনীতি যে, আমরা ইসলামকেই আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য একমাত্র দ্বীন বলে বিশ্বাস করি এবং অন্যান্য সকল ধর্মকে বাতিল বা ভ্রান্ত বলে জানি। আল্লাহ তাআলা বলেন: “নিশ্চয়ই আল্লাহর নিকট দ্বীন হচ্ছে ইসলাম৷“ [১]
আল্লাহ তাআলা আরও বলেন: “আর যে ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে৷“ [২]
ইহুদী, নাসারাদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যার হাতে মুহাম্মাদের প্রাণ তাঁর শপথ: এই উম্মাতের ইহুদী বা নাসারার মধ্যে যে-ই আমার কথা শুনবে অথচ আমাকে যা সহ পাঠানো হয়েছে, তার প্রতি ঈমান না এনে মারা যাবে, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে।“ [৩]
এই সমস্ত বাতিল ধর্মের কোন চিহ্ন গ্রহণ করা মানে একে সমর্থন যোগানো। যে একে বাতিল বলে বিশ্বাস করে, সে কিভাবে একে সমর্থন দিতে পারে? এছাড়া এই কাজের মধ্যে রয়েছে অবিশ্বাসীদের অনুকরণ, এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যে কোন জাতির অনুকরণ করে, সে তাদেরই একজন।” (Narrated by Abu Dawood, 3512; classed as saheeh by al-Albaani in Irwa’ al-Ghaleel, 2691.)
সুতরাং সন্দেহ নেই যে ক্রিসমাস ট্রি সাজানো অত্যন্ত গর্হিত একটি অপরাধ। ভয় আছে যে এটি একজন মুসলিমকে ইসলামের গণ্ডীর বাইরে নিয়ে যাবে। এ ধরনের ঘটনা ইসলাম সম্পর্কে মুসলিমদের ব্যাপক অজ্ঞতাকে উন্মোচিত করে। তাই সকলের প্রতি দ্বীনের মৌলিক জ্ঞানার্জনের আহ্বান রইল।
'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]
Thanx
soNice
Jinnbookplesse