যদি জিগ্যেশ করি— আজকের দিনে আল্লাহর কাছে কী কী চেয়েছেন?

0
425
যদি জিগ্যেশ করি— আজকের দিনে আল্লাহর কাছে কী কী চেয়েছেন?
আমাদের অধিকাংশ-ই হয়তো বলবো— ‘ওরকম তো কিছু চাওয়া হয়নি। মসজিদে গিয়েছি, সালাত আদায় করেছি, চলে এসেছি’।
কিন্তু যদি পুনরায় জিগ্যেশ করি— আপনার জীবনে কি আল্লাহর কাছে চাওয়ার মতো কোন উপলক্ষ নেই? কোন সমস্যা? কোন আবদার বা আহ্লাদ?
এই জিজ্ঞাসার জবাবে আমাদের উত্তর হবে— আল্লাহর কাছে চাওয়ার কি আর অভাব আছে? কোন জিনিসটা না চেয়ে পারা যায় যেখানে আমরা জানিই না আমাদের চাকরিটা আগামিকাল থাকবে কী না, আমাদের ব্যবসা আজ ভালো যাচ্ছে, আগামিকাল ভালো যাবে কী না, আমাদের সন্তান-সন্তনির ভালো থাকা, নিজেদের ভালো থাকা, সংসারে সুখ শান্তি, সময়ে বারাকাহ ইত্যাদি।
সত্যই তা-ই। আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা সত্যিই চান যে— প্রত্যেকটা বিষয়, একেবারে খুঁটিনাটি ধরে ধরে যেন আপনি আল্লাহর কাছে চান। আপনার বাজারে যাওয়া লাগবে, আগে আল্লাহর কাছে চান। তাঁকে বলেন— ইয়া আল্লাহ, বাজারে যাচ্ছি। আমি যেন ভালো খাবার কিনে আনতে পারি। রাস্তায় যদি কোন বিপদ থাকে, তা থেকে আমাকে হেফাযত করুন।
ক্লাশে যাচ্ছেন? আগে আল্লাহকে বলুন— আমার আল্লাহ, আমি ক্লাশে যাচ্ছি। আমাকে জ্ঞান অর্জনে সহায়তা করুন। উপকারি জ্ঞান দান করুন। এমন জ্ঞান আমাকে দিবেন না যা আমাকে আপনার রাস্তা থেকে বিচ্যুত করে দেবে।
অফিস থেকে ফিরছেন? আল্লাহকে বলুন— মাবুদ, ক্লান্ত-শ্রান্ত দেহে ঘরে ফিরছি। কষ্ট করছি হালালভাবে বেঁচে থাকতে। সবকিছুই আপনার সন্তুষ্টির জন্যে। আপনি কবুল করে নিন। সহজ করে দিন।
প্রতিটা উপলক্ষকে সামনে রেখে তাঁকে ডাকুন, তাঁর কাছে চান। নিজের মতো করে আল্লাহর সাথে কথা বলুন। যদি এই অভ্যাসটা করতে পারেন, দেখবেন জীবনটা কতো সুন্দর, কতো সহজ আর আনন্দময় হয়ে উঠবে।
কী চমৎকারভাবেই না বলেছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ।
তিনি বলেছেন: ‘বান্দার কাছে কিছু চাইতে গেলে তারা রাগ করে। আর, আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা রাগ করেন যখন বান্দা আল্লাহর কাছে চায় না’। [‘মাদারিজুস সালেকীন’। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ]
চলুন না, আমরা আমাদের প্রয়োজনগুলো আল্লাহর সাথে ভাগাভাগি করি…….
Print Friendly, PDF & Email
Banner Ad


'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে
আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্‌র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

দ্বীনী খিদমায় অংশ নিন

আপনার মন্তব্য লিখুন