Home মালটিমিডিয়া ইসলামিক সফটওয়্যার ইসলামিক সফটওয়্যার – মাকতাবা শামিলা

ইসলামিক সফটওয়্যার – মাকতাবা শামিলা

19
6455

374534_214122512062192_622641294_n

মাকতাবা শামিলা কী?
get-shamelaমাকতাবা শামিলা একটি সুসমৃদ্ধ ও সুবিশাল ডিজিটাল গ্রন্থগার। মধ্যপ্রাচ্যভিত্তিক দাওয়া-সহায়তা সংস্থা আল-মাকতাব আত-তাআউনী লিদ-দাওয়া বির-রওযার স্পন্সরকৃত স্থায়ী সাদাকা হিসেবে মুক্ত, সহজলভ্য ও সুবিধাপূর্ণ একটি গ্রন্থগার সফটওয়্যার। গবেষক ও জ্ঞানান্বেষণেচ্ছুদের জন্য ইসলামি জ্ঞান-সম্পদকে সার্বজনীনভাবে উন্মুক্ত করে দেওয়াই এই গ্রন্থগারের উদ্দেশ্য। তবে আহলে সুন্নত ওয়াল জামায়াতের মতাদর্শ-পরিপন্থী কোনো ক্ষেত্রে এর ব্যবহার অনুমোদিত নয়।

মাকতাবা শামিলার বৈশিষ্ট্য

  • এটি সহজলভ্য ও বিনামূল্যে পাওয়া যায়,
  • এটি মুক্ত, ব্যবহারকারীর জন্য সম্পাদনা উপযোগী এবং সবধরনের টেক্স ফাইল গ্রহণ করে।
  • উন্নত সার্চ-সমৃদ্ধ ও ব্যবহার-বান্ধব।
  • এতে আছে কুরআন, তাফসীর, হাদীস, শুরুহুল হাদীস (হাদীসের ব্যাখ্যা), ফিকহ, উসূলে ফিকহ, ফাতাওয়া, উলূমুল হাদীস, ইতিহাস, ভূগোল, জীবনীসহ প্রায় সকল প্রামাণ্য গ্রন্থ।

arrawdah_13708014562

অফিসিয়াল সংস্করণ (৬১১১টি কিতাবসমৃদ্ধ) ডাউনলোড (সাইজ: ২ জিবি)

আইএস ফাইল

টরেন্ট যোগে ডাউনলোড

ডাউনলোড (একক ফাইল)

ডাউনলোড (খণ্ড ফাইল)

সফটওয়্যার সংস্করণ (কিতাববিহীন) ডাউনলোড (সাইজ: ২০ এমবি)

৩.৫২ ভার্সন

ব্যবহারবিধি

  • প্রথমে উপর্যুক্ত যেকোনো উপায়ে ফাইলসমূহ ডাউনলোড করে নিন।
  • অতঃপর 7-zip বা অনুরূপ কোনো সফটওয়্যার দ্বারা সঙ্কোচিত ফাইলসমূহ খুলুন, দেখতে এমনটিই ফাইলসমূহ পাবেন:

folder

Print Friendly, PDF & Email


'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে
আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

19 COMMENTS

  1. assalamwalykum
    ata ki mediafire er kore akto link ta dea jabe tahole valo hoto
    zazakumollahu khairan

  2. Walaykum Assalaam
    Amra already onek gula download er link diyechi. apni oigula theke try kore dekhte paren. amader kache medifire er kono download link nei..

  3. সফটওয়্যারের ভাষা বোধগম্য নয়। বাংলা বা ইংরেজি ভার্ষণ হলে ভাল হত। কন্টেন্টগুলো কোন ভাষার?

  4. চমৎকার একটি সফটওয়্যার, খুব কাজে লাগবে।
    আপনাদেরকে এবং যারা এটি তৈরী করেছেন তাদেরকে আল্লাহ তায়ালা উত্তম জাযা দান করুন।
    কিন্তু ফন্ট বিষয়ক একটি সমস্যা আছে।এর screenshot দিয়েছি। সমস্যা সমাধানে সাহায্য করলে উপকৃত হব।

  5. অনেক উৎসাহের সাথে সফটওয়্যারটি ডাউনলোড করলাম,
    কিন্তু ইন্সটল করে মন খারাপ হয়ে গেল। কিছুই পড়া যাচ্ছে না, ফন্ট সমস্যা (Screenshot টা দেখলেই বুঝতে পারবেন) । সমাধানে
    সহযোগিতা করলে উপকৃত হব।

  6. DaudIsmaeel 
    ফন্ট সমসশা…নিচের ফন্ট গুলা ব্যাবহার করে দেখতে পারেন
     http://www.mediafire.com/download/8thvv6wc9by7vnb/Quranic_font.rar

  7. SadmanSameeTonmoy DaudIsmaeel  সহযোগিতার জন্য ধন্যবাদ। কিন্তু সমস্যা রয়েই
    গেছে। আর কী কী উপায়ে এই সমস্যা সমাধান করা যায়? অভিজ্ঞদের সহযোগিতা চাই।

  8. DaudIsmaeel SadmanSameeTonmoyইনশাহআল্লাহ এই সমস্যার সমাধান নিয়ে পোষ্ট করা হবে খুব তাড়াতাড়ি।

  9. quraneralo DaudIsmaeel SadmanSameeTonmoy  
    আমি এর একটা সমাধান পেয়ে গেছি। এই ভিডিও টাতে
    সমাধান দেওয়া হয়েছে

  10. shamela software-ta (File size 2.06GB) download korechi but install korar-to kono option-e asche na. software-tai jkn double click kori then burn korte bole :(so pls.. tell me the solution bhai

  11. mahfushuda  Bhai downloader por software-ta “zip file” akare thakai set up option-ta ase na that’s why apnake first software-ta-k unzip kore nite hobe then set up option paben In Sha ALLAH
    asa korchi apne apnar uttor-ta payechen

  12. the best sayes is Quran . best way is the sunnah and the worst thing is bitah. sahih bokhari.hadis no 6987

  13. এনড্রয়েড মোবাইলের ব্যবহারের উপযোগী হলে ভালো হয়।

  14. আসসালামু আলাইকুম ভাইজান আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে মাকতাবায়ে শামেলাএই সফটওয়্যার কি এন্ড্রয়েড মোবাইলে ব্যবহার করা যাবে

আপনার মন্তব্য লিখুন