বই : প্রশ্নোত্তরে আক্বীদার মানদন্ডে মুসলিম -ফ্রী ডাউনলোড

0
3253

সংকলনে: মুহাম্মাদ নাজমুল বিন আমানত | পৃষ্ঠাঃ ৫০ | সাইজঃ ২.১৭ মেগাবাইট

সংক্ষিপ্ত বরবনাঃ মুসলিম জীবনের সফলতার প্রথম ও প্রধান সোপান আক্বীদা। আক্বীদায় গলদ থাকলে আমল দিয়ে সফলতা অর্জন করা যায় না। তাই সকল মুসলিমেরই আক্বীদা সঠিক হতে হয়। আক্বীদার পার্থক্যের কারণে বিভিন্ন ধর্মে মানুষ বিভক্ত। একজন মুসলিমের আক্বীদা আর অন্য বিধর্মীর আক্বীদা এক নয়। মুসলিমের আক্বীদা অনুযায়ী তার নীতি, মত, ইবাদাত পরিচালিত হয়। আবার বিধর্মীর আক্বীদা অনুযায়ী তারা পরিচালিত হয়। যুগে যুগে ইসলামের প্রসার হওয়ার সাথে সাথে বিধর্মীদের চক্রান্তে আমাদের মুসলিমদের মাঝেও ভ্রান্ত আক্বীদা ঢুকে পড়েছে। ফলে আমরা অনেকেই মুসলিম হয়েও অমুসলিম আক্বীদা পোষণ করছি। কবর, মাজার প্রভৃতি বিষয়কে আমরা বরকতপূর্ণ মনে করে আজ মসজিদেরও উপরে গুরুত্ব দিচ্ছি। আক্বীদার বিষয়গুলোকে প্রশ্নোত্তর অনুসারে সাজিয়ে সংক্ষিপ্তভাবে উত্তরসহ এই ছোট বইটি আমাদের সঠিক আক্বীদার পরিচয় প্রদানে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস।

বইটির অনন্য বৈশিষ্ট্য:

  • বইটি প্রশ্নোত্তর আকারে সাজানো। তাই বুঝতে সহায়ক
  • বইটির কলেবর ছোট ও উত্তরগুলো ছোট হওয়ায় পড়তে ও বুঝতে বেশ সহায়ক।
  • বইটির উত্তরগুলোর পক্ষে দলীলগুলো উল্লেখ করা হয়েছে।
  • একাধিক দলীল থাকলে একটি উল্লেখ করার পর অন্যগুলো পাশে লিখে দেয়া হয়েছে।
প্রশ্নোত্তরে আক্বীদার মানদন্ডে মুসলিম QA-Server
প্রশ্নোত্তরে আক্বীদার মানদন্ডে মুসলিম QA-Server
প্রশ্নোত্তরে আক্বীদার মানদন্ডে মুসলিম -MediaFire
প্রশ্নোত্তরে আক্বীদার মানদন্ডে মুসলিম -MediaFire

বইটি ভালো লাগলে অবশ্যই একটি Hard Copy সংগ্রহ করে অথবা লেখক বা প্রকাশনা প্রতিষ্ঠানকে সৌজন্য মূল্য প্রদান করে সহযোগিতা করুন।


'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে
আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্‌র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

দ্বীনী খিদমায় অংশ নিন

আপনার মন্তব্য লিখুন