সংক্ষিপ্ত বর্ণনাঃ আল্লামা সালমান নাসিফ আদ দাহদুহ রচিত “রাসুলের প্রশ্ন সাহাবীদের জবাব সাহাবীদের প্রশ্ন রাসূলের জবাব” নামক এ গ্রন্থটি বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে উপস্থাপন করা। পাঠকদের প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞানার্জন করার লক্ষ্যে এ বইয়ে ঈমান ও ইসলাম, নিয়ত ও ইখলাস, ইলম বা জ্ঞান, পবিত্রতা, নামায, জাকাত, রোজা, হজ্ব ও উমরা, বিবাহ তালাক ও ইদ্দত, ফারায়েজ ওসিয়ত ও আযাদকরণ, জিহাদ, ক্রয় বিক্রয় ও ক্ষমতা ও বিচার, শিকার ও জবাই, অপরাধের শাস্তি, খাবার ও পানীয় পোষাক, সৎকাজ ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, শিষ্টাচার, জিকির ও দোয়া, তাওবা, চিকিৎসা ও ঝাড়ফুঁক, জানাযাহ, স্বপ্ন, কোরআন পাঠ ও তাঁর ফযিলত, কিয়ামত, জান্নাত-জাহান্নাম, সাহাবীদের মর্যাদা, তাফসীর, কিয়ামতের আলামত ইত্যাদি নানা বিষয়াদি রাসূলুল্লাহ ﷺ সাহাবীদের কথোপকথনের ভঙ্গিতে সুস্পষ্টভাবে সুচারুভাবে উপস্থাপন করা হয়েছে।
'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]
yes