মাকতাবা শামিলা সফটওয়্যারের সমস্যার সমাধান

4
12545

374534_214122512062192_622641294_n

بسم الله الرحمن الرحيم

গত কয়েকদিন আগে আমারা কুরআনের আলো ওয়েবসাইট এ সমগ্র মুসলিম বিশ্বে ইসলামী গবেষণার জন্য সবচেয়ে বেশী ব্যাবহৃত সফটওয়্যার মাকতাবা শামিলা পোষ্ট করেছিলাম। অনেক ভাই ও বোনেরা তা ডাউনলোড ও করেছেন। কিন্তু সফটওয়্যারটির আরবি লিখা গুলো পড়তে না পারার কারণে অনেকেই তা ব্যাবহার করতে পারেন নি। তাদের স্ক্রীন এ লিখা গুলর অবস্থা ছিল নিম্নরুপঃ

sw1y5x0kQzOkwHtpemU2_arabic font problemFnjah25eTYaNLQePovDV_font problem

আজ এই পোষ্টে  আমরা এর সমস্যার সমাধান দেখিয়ে দিচ্ছি। আপনাদের যা করতে হবে তা নিচে চিত্রের মাধ্যমে দেখানো হল।

১। প্রথমে আপনার Computer এর Start মেনুতে ক্লিক করুন তারপর  Control Panel এ ক্লিক করুন।

Shamela Solution 1

২। Control Panel ওপেন হলে region and Language ট্যাবে ক্লিক করুন। নিচের মত একটা উইন্ডো Open হবে।

Shamela Solution 3৩। এই উইন্ডো এর administrative Tab এ ক্লিক করুন। তারপর  Change System Locale এ ক্লিক করুন। নিচের মত পর্দা Open হবে।

Shamela Solution 4৪। এখান থেকে current System Locale  টা Arabic (Saudi Arabia)  করে দিন এবং OK তে ক্লিক করুন।

Shamela Solution 5৫। আবার OK তে ক্লিক করুন।  আবার আপনার PC রিস্টার্ট করতে বলবে। রিস্টার্ট হয়ে গেলে ইনশাহআল্লাহ ফন্ট এর এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং নিচের মত দেখাবে।

7

আশা করছি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যদি কোন সমস্যা হয় তবে কমেন্ট এর মাধ্যমে অথবা [email protected] এই ঠিকানায় ইমেইল করতে পারেন।

জাযাকআল্লাহু খাইরান

কুরআনের আলো


'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে
আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্‌র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

দ্বীনী খিদমায় অংশ নিন

4 COMMENTS

  1. shamela software-ta (File size 2.06GB) download korechi but install korar-to kono option-e asche na. software-tai jkn double click kori then burn korte bole :(
    so pls.. tell me the solution bhai

আপনার মন্তব্য লিখুন