একটি ছোটগল্পঃ ইসলামে মদ হারাম কেন?

0
4287

সম্পাদনা: আব্‌দ আল-আহাদ

আইয়াস ইবনু মুয়াবিয়া ছিলেন তাঁর সুগভীর পাণ্ডিত্যের জন্য বিখ্যাত একজন মুসলিম বিচারক। একদিন তাঁর কাছে এক লোক এলো। তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা নিম্নরুপ:

আগন্তুক: মদের ক্ষেত্রে ইসলামের বিধান কী?
বিচারক: মদ হারাম (নিষিদ্ধ)।
আগন্তুক: পানির ক্ষেত্রে কী বিধান?
বিচারক: পানি হালাল।
আগন্তুক: খেজুর আর আঙ্গুর?
বিচারক: এগুলো হালাল।
আগন্তুক: এটা কী করে হয় যে, সবগুলো উপকরণ হালাল, কিন্তু যখন এগুলো একসাথে মেশানো হয় তখন তা হারাম হয়ে যায়?
বিচারক: এবার লোকটির দিকে তাকালেন এবং বললেন, তোমাকে যদি একমুঠো মাটি দিয়ে আঘাত করি, তোমার কি মনে হয়, তুমি আঘাত পাবে?
আগন্তুক: না, পাবো না।
বিচারক: যদি একমুঠ খড় দিয়ে আঘাত করি?
আগন্তুক: না, পাবো না।
বিচারক: যদি একমুঠো পানি দিয়ে আঘাত করি?
আগন্তুক: না, ব্যাথা পাবো না।
বিচারক: আচ্ছা, যদি সবগুলো একসাথে মিশিয়ে, রোদে শুকিয়ে ইট বানিয়ে সেটা দিয়ে আঘাত করি, তখন কি আঘাত পাবে?
আগন্তুক: এতে তো আঘাত পাবোই, এই আঘাতে মৃত্যুও হতে পারে।
বিচারক: আমাকে যে প্রশ্ন করেছ তার ক্ষেত্রেও একই যুক্তি খাটে।


'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে
আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্‌র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

দ্বীনী খিদমায় অংশ নিন

আপনার মন্তব্য লিখুন